আমাদের কথা

শিক্ষা প্রত্যেকটি মানুষের একটি মৌলিক অধিকার। জীবনকে সুন্দর ও অর্থবহ করে গড়ে তোলার লক্ষে তার অন্তর্নিহিত গুণাবলীর সর্বোত্তম বিকাশ ঘটানোই শিক্ষার স্বরূপ। তাই বলা হয় “Education is the creation of a sound mind in a sound body” এ উদ্দেশ্য পূরণে প্রয়োজন শিক্ষার সুপরিকল্পিত প্রয়োগ ও ভারসাম্যপূর্ণ বাস্তবায়ন। বিশ্বের অধিকাংশ দেশে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। কিন্তু আমাদের এই জন্মভূমির স্বাধীনতার প্রাপ্তির পর দীর্ঘ ৫৩ ছর অতিক্রান্ত হলেও এ দেশের ভবিষ্যত প্রজন্ম ছাত্র-ছাত্রীরা শিক্ষার পরিপূর্ণ সুযোগ থেকে এখনো অনেক ক্ষেত্রেই বঞ্চিত। সরকারের শিক্ষা নীতিতে ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচি থাকলেও তা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আর সেই দায়বদ্ধতা থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনে ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও মেধার সমন্বিত উৎকর্ষ সাধনের প্রত্যয়ে “To lead the world be a scholar” শ্লোগানকে ধারন করে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে এক অনন্য ছাত্রকল্যাণমূলক প্রতিষ্ঠান “দ্যা স্কলারস ফোরাম ঢাকা” । প্রারম্ভিক পর্যায়ে দ্যা স্কলারস ফোরাম ঢাকার “ বৃত্তি র্প্রকল্প” স্কুল পর্যায়ে ৭ম ও ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে সীমাবদ্ধ ছিল। পরবর্তী পর্যায়ে ৫ম, ৬ষ্ঠ, ও ৯ম শেণিকে বৃত্তি প্রকল্পের অন্তভূক্ত করা হয়। ২০০৯ সাল থেকে স্কুল ও মাদরাসা পয়ায়ে ৫ম-৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে ২০১১ সাল থেকে স্কুল ও মাদরাসা পর্যায়ে ৪র্থ শ্রেণিকে বৃত্তি কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হয় এবং ২০১৫ সালে স্কুল ও মাদরাসা পর্যায়ে ৩য় ও ১০ম শেণিকেও এ কার্যক্রমের আওতাভূক্ত করা হয়েছে। এ প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকা ইতোমধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সূধীমহলে যথেষ্ঠে সমাদৃত হয়েছে। সমাজ সচেতন শিক্ষানুরাগী মহলের সহযোগিতায় “দ্যা স্কলারস ফোরাম ঢাকা” বৃত্তি, স্বাস্থ্য, ক্রীড়া, দরিদ্র তহবিল, কম্পিউটার, ভাষা শিক্ষা ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যান ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশ ও জাতি গঠনে আমাদের এই প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক সুপরামর্শ একান্ত কাম্য।

শুভেচ্ছান্তে

তৌহিদুল হক মিছবাহ

পরিচালক
দ্যা স্কলারস ফোরাম ঢাকা

আলাউদ্দিন আল আবির

সদস্য সচিব
দ্যা স্কলারস ফোরাম ঢাকা