বৃত্তি প্রকল্প

শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন এবং প্রতিভা ও মেধার নান্দনিক পরিশীলনের দৃঢ় প্রত্যয়ে ১৯৯৫ সালে ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’ এর বৃত্তি প্রকল্পের যাত্র শুরু হয়। লেখাপড়ায় শিক্ষার্থিদের প্রতিযোগী করে গড়ে তোলা এবং আর্থিক সহযোগীতার মাধ্যমে উৎসাহ প্রদানের লক্ষে প্রতি বছর (৩য়-১০ম) শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি পরিক্ষা নেয়া হয় এবং ২০০৯ সাল থেকে মাদরাসার ৫ম-৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি পরিক্ষার আওতায় নিয়ে আসা হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে ২০১১ সাল থেকে স্কুল ও মাদরাসা পর্যায়ে ৪র্থ শ্রেণিকে বৃত্তি কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হয় এবং ২০১৫ সালে ৩য় ও ১০ম শেণিকেও বৃত্তি প্রকল্পের অওতাভূক্ত করা হয়। পরীক্ষায় উত্তির্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফোরামের পক্ষ থেকে এককালীন এক বছরের জন্য বৃত্তি প্রদান, সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।

স্বাস্থ্য প্রকল্প

‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’ ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চত করার জন্য বিভিন্ন দিবস পালনের পাশাপাশি ছাত্রদের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং, মেডিকেল চেক-আপ, চক্ষু শিবির স্থাপন, রক্তদান কর্মসূচী ও চিকিৎসা সেবা প্রদান ইত্যাদী কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্রীড়া প্রকল্প

‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’ ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি স্বাস্থ্য গঠন ও শরীর চর্চার জন্য বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবসে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এবং মৌসুমী খেলাধুলা সহ নানাবিধ প্রতিযোগীতার আয়োজন করে থাকে।

যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্প

মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনার আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে ফোরামের রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। মেধাবী ও দরিদ্র ছাত্রদের সর্বনিম্ন কোর্স ফি’র মাধ্যমে বিভিন্ন কারগরি প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া স্কুল/মাদরাসার শিক্ষার্থীদের Career Design Program, Skill development course সহ পড়াশোনায় সহায়ক বিভিন্ন প্রোগ্রাম ও কর্মশালা করা হয়।

কম্পিউটার ও ভাষা শিক্ষা প্রকল্প

যুগের চাহিদা আলোকে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ও ভাষা শিক্ষার বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষে ফোরামের রয়েছে বিশেষ পরিকল্পনা। এর মধ্যে সর্বনিম্ন কোর্স ফি’র বিনিময়ে Computer প্রশিক্ষণ কোর্স, English Spoken কোর্স, সাংবাদিক কর্মশালা ও তুলি প্রশিক্ষণ কোর্স উল্লেখযোগ্য।

দরিদ্র তহবিল প্রকল্প

আধুনিক শিক্ষার উন্নয়নে গরীব শিক্ষার্থীদের মেধার বিকাশ সাধনে ফোরামের রয়েছে দরিদ্র তহবিল প্রকল্প। এ প্রকল্পের আওতায় গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন সহযোগীতা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়ে থাকে। মেধার সঠিক লালন ও যথার্থ মূল্যায়নের মধ্যে দিয়েই তৈরি হবে জাতির আগামী দিনের কান্ডারী। ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’-র উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ী সকলেই আন্তরিক সহযোগিতা আব্যহত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।