রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী

    ঢাকা মহানগরীর যে কোন স্কুলের ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

    বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন ফরম শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বা সরাসরি ফোরামের ওয়েবসাইট থেকে অথবা মনোনীত প্রতিনিধি হতে সংগ্রহ করা যাবে ।

     রেজিস্ট্রেশনের ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ইং ।

     পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০ অক্টোবর, ২০২৩ ইং ।

     বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি (৩য়-৬ষ্ঠ) শ্রেণি ২০০/-, (৭ম-১০ম) শ্রেণি ২৫০/-



অনলাইনে আবেদেনের প্রয়োজনীয় নির্দেশনা

১ম ধাপ   

    প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পাদন করুন।

    সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি একটি পিনকোড পাবেন।

     পরবর্তী কার্যক্রমগুলোর জন্য আপনার প্রদত্ত ফোন নাম্বার ও প্রাপ্ত পিনকোডটি সংরক্ষণ করে রাখুন।

২য় ধাপ   

     বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করুনঃ বিকাশ নাম্বার ০১৫৪০১২৩৫০২ (পারসোনাল)

     বিকাশ ট্রানজেকশনের সময় আপনার পিন নাম্বারটি রেফারেন্স হিসেবে প্রদান করুন।

ফি প্রদান বাটনে ক্লিক করে আপনার আপনার মোবাইল নম্বর, পিনকোড ও বিকাশ ট্রানজেকশনের নম্বর প্রদান করে "SUBMIT" বাটনে ক্লিক করুন।

     অফিস থেকে আপনাকে ১ কার্যদিবসের মধ্যে এস,এম,এসের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে, ততক্ষন আপনার বিকাশের এস,এম,এস টি সংরক্ষন করুন।

     বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি (৩য়-৬ষ্ঠ) শ্রেণি ২০০/-, (৭ম-১০ম) শ্রেণি ২৫০/-


পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী

    স্কুলের ৩য় - ৮ম শ্রেণির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান- এই চার বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে।

    স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির ক্ষেত্রে বাংলা, ইংরেজী, গণিত ও সাধারন জ্ঞান এই চার বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে।

     মাদ্রাসায় ৩য় থেকে ৮ম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত ও আরবি এই চার বিষয়ে পরীক্ষা হবে।

     মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারন জ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হবে।



বিষয়ভিত্তিক নম্বর বন্টনঃ ৩য় - ১০ম শ্রেণি (স্কুল)

বিষয়

বহুনির্বাচনী

রচনামূলক

মোট নম্বর

বাংলা

৫০

-

৫০

ইংরেজি

-

৫০

৫০

গণিত

-

৫০

৫০

সাধারণ বিজ্ঞান / সাধারণ জ্ঞান (৯ম-১০ম)

৫০ / ৫০

-

৫০ / ৫০

সর্বমোট

২০০

বিষয়ভিত্তিক নম্বর বন্টনঃ ৩য় - ১০ম শ্রেণি (মাদ্রাসা)

বিষয়

বহুনির্বাচনী

রচনামূলক

মোট নম্বর

বাংলা

৫০

-

৫০

ইংরেজি

-

৫০

৫০

গণিত

-

৫০

৫০

আরবী / সাধারণ জ্ঞান (৯ম-১০ম)

৫০ / -

- / ৫০

৫০ / ৫০

সর্বমোট

২০০