News | নিউজ

প্রজন্ম নিউজ | বৃত্তি কার্যক্রম-২২ এর উদ্বোধন


“To lead the world be a scholar” এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তি কার্যক্রম উদ্বোধন করেছে বেসরকারী সংস্থা দ্যা স্কলারস ফোরাম ঢাকা। শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর একটি অডিটরিয়ামে স্কুল ও মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করানোর মাধ্যমে এ বছরের বৃত্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। সংস্থাটির পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার বৃত্তির এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় সংস্থাটির পরিচালক এ বছর সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে তাদের নানামূখী কর্মসূচীর কথা তুলে ধরেন। কার্যক্রমের উদ্বোধন কালে কয়েকজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি ফরম বিতরনের পাশাপাশি বৃত্তি কার্যক্রম পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের কাছে পরীক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “দ্যা স্কলারস ফোরাম ঢাকা” এর সদস্য সচিব তৌহিদুল হক মিসবাহ ,নির্বাহী সদস্য হেলাল উদ্দিন রুবেল, দেলোয়ার হোসাইন রাসেল সহ স্কলারস এর কর্মকর্তগণ। উল্লেখ্য, দ্যা স্কলারস ফোরাম ঢাকা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সর্বমোট ৪৯৭৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।